আশুলিয়ায় প্রথম সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ, ছবি: বার্তা২৪.কম

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ, ছবি: বার্তা২৪.কম

সাভারের আশুলিয়ায় এই প্রথম সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেছেন জামগড়া যুবসংঘ ও আশুলিয়া যুবলীগ। প্রায় সহস্রাধিক অসহায় পরিবারের ত্রাণ দিয়ে পাশে দাঁড়িয়েছেন তারা। শুধু দুস্থ ও অসহায় পরিবার নয় প্রতিবন্ধীরাও পেয়েছেন তাদের সহযোগিতা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার সাবেক যুবলীগ নেতা সুমন ভুঁইয়ার বাসভবনে নিরাপদ দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সুমন ভুঁইয়া বলেন, আমরা প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মতো ও স্বাস্থ্য-নীতি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করলাম। আমরা তিন ফিট দূরত্বে একটি করে গোল বৃত্ত এঁকে সে অনুযায়ী ত্রাণ গ্রহীতাদের সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ করেছি। প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, রুবেল আহমেদ হালিম ভুঁইয়াসহ আরো অনেকে।