সামাজিক দূরত্ব বজায় না রাখায় কুমারখালীতে ৬ জনের জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

সামাজিক দূরত্ব বজায় রাখতে তৎপর প্রশাসন, ছবি: বার্তা২৪.কম

সামাজিক দূরত্ব বজায় রাখতে তৎপর প্রশাসন, ছবি: বার্তা২৪.কম

সামাজিক দূরত্ব বজায় না রাখায় কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে ছয়জনের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কুমারখালী উপজেলার ছেউড়িয়া, বাঁশগ্রাম বাজার, শিলাইদহ বাজার, মাজগ্রাম ও কল্যাণপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান।

বিজ্ঞাপন

তিনি জানান, বিপজ্জনক করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে বেশ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আইন অমান্য করায় ছয়জনকে দণ্ডবিধির ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোট ১৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এসব অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ায়ের নেতৃত্বে একটি দল এবং কুমারখালী থানা পুলিশ উপস্থিত ছিল।