বগুড়ায় করোনা আতঙ্কেও থেমে নেই মাদক ব্যবসা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় মাদকসহ গ্রেফতার

বগুড়ায় মাদকসহ গ্রেফতার

বগুড়ায় করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কের মধ্যেও থেমে নেই মাদক ব্যবসা। এরই মধ্যে চলছে  মাদক কেনা বেচা।

বগুড়ায় গত দুদিনেই র‌্যাব ও পুলিশ উদ্ধার করেছে দেড় হাজার পিচ ইয়াবা। গ্রেফতার হয়েছে ৫ জন মাদক বিক্রেতা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩এপ্রিল) র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে র‌্যাবের একটি দল দুপচাঁচিয়া উপজেলার ছাতনী গ্রামে অভিযান চালিয়ে ১০২৪ পিচ ইয়াবাসহ একই গ্রামের  উজ্জল হোসেন (২২) ও সুমন হোসেনকে (১৯) গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা এলাকায় ইয়াবা বেচাকেনা করছিল বলে র‌্যাব সূত্র জানায়।

অপরদিকে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বগুড়া সদরের শাখারিয়া এলাকা থেকে ডিবি পুলিশ ১০ বোতল ফেন্সিডিলসহ রায়হানুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করে। এর আগের রাতে ডিবি পুলিশের একটি দল শহরতলীর বারপুর বাজার এলাকা থেকে ৫০০ পিচ ইয়াবাসহ কাজল মিয়া (২৫) ও মাহফুজার রহমান (৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

ডিবি পুলিশের ওসি আসলাম আলী বার্তা ২৪.কমকে বলেন গ্রেফতারকৃত কাজল ও মাহফুজার  জয়পুরহাট সীমান্ত থেকে ইয়াবা নিয়ে গ্রামের রাস্তা দিয়ে সিএনজি চালিত অটো রিকশাযোগে বগুড়া শহরে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে।