নরসিংদীতে ঝড়ে ঘরের দেয়াল ধসে কিশোরীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নরসিংদীতে কালবৈশাখী ঝড়ে বসতঘরের দেয়াল ধসে পড়ে ইয়াছমিন (১৪) নামে এক কিশোরী মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার দুই সহোদর রত্না (১৬) ও হাসি (১০)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন নরসিংদী শহরের বানিয়াছল বালুরচর এলাকার বাসিন্দা চা বিক্রেতা ইয়াছিন মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

নিহতের বাবা ইয়াছিন মিয়া জানান, বিকেলে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে তাদের বসতঘরের উঁচু দেয়াল ধসে তার তিন মেয়ের ওপর পড়ে। এতে গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নেওয়ার পথে তার মেজো মেয়ে ইয়াছমিনের মারা যায়। অপর দুই বোনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়।

এছাড়া কালবৈশাখীর ঝড়ে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা, আধাপাকা ঘরবাড়ী বিধ্বস্ত হয় এবং বহু গাছপালা ভেঙে রাস্তায় পড়ে যায়। শহরতলীর বীরপুর, বৌয়াকুড়, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা এবং ব্রাহ্মন্দী এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী রেলস্টেশন রোডে টেলিফোন এক্সচেঞ্জের সামনে একটি গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ঝড়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন এলাকায় প্রায় ২ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।