মানুষকে ঘরে ফিরতে করজোড় মিনতি মেয়রের

  • ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

নাটোরের সিংড়া পৌরসভা/ছবি: বার্তা২৪.কম

নাটোরের সিংড়া পৌরসভা/ছবি: বার্তা২৪.কম

বাইরে অহেতুক ঘোরাফেরা করা মানুষকে ঘরে ফিরে যেতে করজোড়ে মিনতি করছেন নাটোরের সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের দ্রুত কাজ শেষে ঘরে ফিরতে অনুরোধ করছেন তিনি।

বৃহষ্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিংড়া পৌরসভার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে মানুষকে বাইরে বের হতে নিষেধ করেন মেয়র ফেরদৌস।

বিজ্ঞাপন

তিনি মানুষের উদ্দেশে বলেন, আমরা হয়তো বুঝতে পারছি না করোনাভাইরাসের ভয়াবহতা। বিশ্বব্যাপী মহামারির এ সময়ে আমরা যদি নিজে সচেতন না হই তবে নিজের পরিবারসহ পুরো জাতিকে এর মাশুল দিতে হবে। করোনাভাইরাস মোকাবিলায় আপনাদের জন্য পৌরসভার পক্ষ হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা শুধুমাত্র আপনাদের সহযোগিতা কামনা করছি। আকুল আবেদন,
দয়া করে সবাই বাসায় থাকুন। সচেতন হোন, নিজে নিরাপদে থাকুন, অপরকে নিরাপদ রাখুন।

জান্নাতুল ফেরদৌস বার্তা২৪.কমকে বলেন, আমি চাই না সিংড়া পৌরবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর আচরণের শিকার হোক। তাই নিজে মাঠে নেমে সকলকে বোঝানোর চেষ্টা করছি বিষয়টি। মানুষ আমার অনুরোধ রাখবে বলে আশা করছি।

প্রসঙ্গত, সিংড়া পৌরসভার আওতাধীন ১৬টি দোকান ও নিজ বাড়ির চার ভাড়াটিয়ার বাড়িভাড়া মওকুফ করে আলোচনায় আসেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।