লালপুরে ৩ বাড়ি লকডাউন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নাটোরের লালপুরে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে বুলবুল নামের এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় ওই ছাত্রের বাড়িসহ আশেপাশের ৩টি বাড়ি ১৪ দিনের জন্য লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে পুলিশের উপস্থিতিতে স্থানীয় নবীনগর গোরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি।

তিনি জানান, ওই ছাত্রের বাড়িসহ আশপাশের বাড়ির মানুষগুলোর নিরাপত্তার স্বার্থে এ ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকালে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত ওই ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।