কেন্দুয়ায় ফায়ার সার্ভিসের জীবাণুনাশক ঔষধ স্প্রে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ফায়ার সার্ভিসের জীবাণুনাশক ঔষধ স্প্রে, ছবি: বার্তা২৪.কম

ফায়ার সার্ভিসের জীবাণুনাশক ঔষধ স্প্রে, ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস প্রতিরোধে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ঔষধ স্প্রে করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ রোকনূজ্জামান ও কেন্দুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. শওকত আলী খানের নেতৃত্বে এ ঔষধ ছিটানো হয়।।

বিজ্ঞাপন

সকালে কেন্দুয়া পৌরসভা চত্বর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দুয়া পৌর মেয়র ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞা।

এ সময় পৌর মেয়র ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে অভিনন্দন জানান এবং জনবহুল গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ঔষধ ছিটানোর পরামর্শ দেন।