ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

আহত এক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

আহত এক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আতিকুর রহমান, সাবিনা খাতুন, জব্বার হোসেন, পারভীনা আক্তার ও শাহানাজ পারভীনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নাম জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে যাদবপুর গ্রামের জব্বার হোসেনের সাথে একই এলাকার উজ্জ্বল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার সকালে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহত দুই নারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, ছবি: বার্তা২৪.কম

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।