কল পেলেই বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে কক্সবাজার পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।

হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।

দেশে চলমান করোনাভাইরাস মোকাবিলা ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ইমার্জেন্সি কল সার্ভিস চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ।

এ (০১৭১৩৩৭৩৬৬২) নাম্বারে কল দিলেই হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) রাত থেকে এ সার্ভিস চালু করা হয়েছে। শুধু কক্সবাজার সদর নয় রামু, কুতুবদিয়া, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও টেকনাফ উপজেলায় এ সার্ভিস চলমান রাখবে পুলিশ। যাতে করোনাভাইরাসের এ সংকটে কোনো হতদরিদ্র মানুষ খাবার না খেয়ে থাকে সেজন্যই এমন উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন বার্তা২৪.কমকে বলেন, চলমান করোনাভাইরাসের কারণে কক্সবাজারের অনেক হতদরিদ্র পরিবারে নেমে এসেছে চরম সংকট। এসব মানুষের পাশে দাঁড়াতে এ ইমার্জেন্সি কল সার্ভিস চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে রাতের খাবার রান্না করে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কল দিয়ে যারা সাহায্য চেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।