চায়ের দোকান বন্ধ থাকলেও চলছে আড্ডা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাত সরকার জনসমাগম রোধের জন্য এরই মধ্যে দেশের সকল চায়ের দোকান বন্ধ ঘোষণা করেছে। এমন কি কোনো চায়ের দোকানদার যাতে অনাহারে না থাকে সেজন্য বিশেষ সহায়তাও বরাদ্দ দিয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী চায়ের দোকানদাররা তা মানলেও সেখানে নিয়মিত চলছে আড্ডা। চায়ের কাপে চুমুক দিতে না পারলেও মনের খোরাক মেটানোর জন্যই তারা আসছেন এখানে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজবাড়ীর বিভিন্ন চায়ের দোকান ঘুরে দেখা যায় এমনই চিত্র। কোনো কাজ-কর্ম না থাকলেও তারা ঘণ্টার পর ঘণ্টা বসে আড্ডা মারছে বিনা কারণে।

বালিয়াকান্দি বাজারের কাছেদ মন্ডলের চায়ের দোকানে কথা হয় এক যুবকের সাথে। নাম প্রকাশ না করার শর্তে সে বার্তা২৪.কমকে বলেন, 'কি করবো ভাই । সারাদিন বাড়ি বসে থাকা যায় না। তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। বাজারের সব দোকানই বন্ধ। কোথায় বসব? তাই এই খোলা চায়ের দোকানেই আমরা একটু বসে আড্ডা দিচ্ছি।

তবে এই সময়ে তাদের ঘরের বাইরে এসে চায়ের দোকানে আড্ডা দেওয়াটা ঠিক হচ্ছেনা বলেও তারা স্বীকার করেন।