ঠাকুরগাঁওয়ে ২শ’ পরিবারকে খাবার দিল স্বেচ্ছাসেবী সংগঠন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

ঠাকুরগাঁওয়ে ২শ’ পরিবারকে শুকনো খাবার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন, ছবি: বার্তা২৪.কম

ঠাকুরগাঁওয়ে ২শ’ পরিবারকে শুকনো খাবার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন, ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের কারণে ঘরে বসে থেকে কর্মহীন হয়ে পড়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২শ’ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী ফুরকানিয়া মাদরাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাবার বিতরণ করেন সংগঠনের নির্বাহী পরিচালক হাসান আলী।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বিত্তবানদের প্রতি কর্মহীনদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হাসান আলী বলেন, সরকারের পাশাপাশি করোনায় কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। এ কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনের অন্যান্য সদস্যের সঙ্গে নিয়ে ২শ’ পরিবারকে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হলো। পাশাপাশি করোনা থেকে রক্ষা পেতে সুরক্ষা কৌশলও শেখানো হয়েছে।

এর আগে সোমবার ওই এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি শুকনো খাবার পৌঁছে দেন তিনি। পাশাপাশি করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে লিফলেট, সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক, সাবান বিতরণ করেন হাসান আলী।