টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৩০) নামে পুলিশের এক সোর্স নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় টঙ্গীর আউচপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নজরুল শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বনগাঁও গ্রামের আবু হারেজের ছেলে। তিনি বোর্ড বাজার এলাকায় হাবিবুর রহমানের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, নজরুল পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক জানান, কতিপয় দুর্বৃত্ত আউচপাড়া এলাকায় নজরুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল বার্তা২৪.কমকে বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। তার বাম উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।