বগুড়ায় রাস্তায় জনসমাগম বাড়ছে

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় রাস্তায় জনসমাগম বাড়ছে

বগুড়ায় রাস্তায় জনসমাগম বাড়ছে

বগুড়ায় র‌্যাব-পুলিশের মহড়াও ঠেকাতে পারছেন না রাস্তায় লোক সমাগম। প্রতিদিনই শহরের রাস্তায় লোকজনের সংখ্যা বাড়ছে। রাস্তায় চলাচল শুরু করেছে রিকশা-ভ্যান, সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন।

এমন পরিস্থিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনে ঘোরাফেরা মানুষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত লোকজনকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য আহবান জানানো হয়। সরকারি এই ঘোষণায় বগুড়ার মানুষ শুরুতে সাড়া দিলেও রোববার থেকে লোকজন ঘর থেকে বের হতে শুরু করেন। লোকজনকে ঘরে রাখতে মাইকিং ছাড়াও র‌্যাব-পুলিশ শহরে মহড়া দিলেও কোন কাজে আসছে না। শহরে ছোট খাট যানবাহন চলাচলের পাশাপাশি মহাসড়কেও যানবাহনের সংখ্যা বেড়েছে।

যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে শ্রমজীবী মানুষ বাস ভাড়া করে গ্রামে ফিরছে। শহরে মার্কেট শপিং মলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও লোকজন ঘরের বাইরে এসে জটলা করছে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে। এছাড়াও কাজের সন্ধানেও ঘর থেকে বের হয়েছে শ্রমজীবী মানুষ।

এদিকে ঘরে বসে থাকা কর্মহীন মানুষের জন্য জেলা প্রশাসন ছাড়াও সমাজসেবীদের অনেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন।

জনসমাগম ঠেকাতে অপ্রয়োজনে ঘোরাফেরা করা মানুষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে শহরে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর থেকে শহরে জনসমাগম কমাতে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।