বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক।

দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক।

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে রিপন হোসেন (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা বাস ও ট্রাকের চালক, হেলপার।

সোমবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ট্রাক চালক রিপন হোসেন (২৮) ভোলা জেলার লালমোহন উপজেলার চাকিতিয়া গ্রামের সুলতান হোসেনের ছেলে।

জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় বগুড়াগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী বনশ্রী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়ে। পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ট্রাক চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ট্রাক চালক মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন বার্তা২৪.কমকে জানান, দুর্ঘটনায় বাসের চালক, হেলপার ও ট্রাকের হেলপার আহত হন। তাদেরকেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসে কোনো যাত্রী ছিল না বলেও জানান তিনি।