ফেনীতে জনসমাগম নিরুৎসাহিত করছে সেনাবাহিনী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জনসমাগম না করার জন্য সেনাবাহিনীর সদস্যরা অনুরোধ করছেন, ছবি: বার্তা২৪.কম

জনসমাগম না করার জন্য সেনাবাহিনীর সদস্যরা অনুরোধ করছেন, ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসমাগম কঠোরভাবে নিরুৎসাহিত করছে সেনাবাহিনী। সেই সঙ্গে ফেনীর বিভিন্ন এলাকায় জনসচেতনতার কাজ করেছেন তারা।

রোববার (২৯ মার্চ) দুপুরে শহরের ট্রাংকরোড জিরো পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মাস্ক, হাত ধোয়ার সাবান, সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সেনা সদস্যরা।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর কার্যক্রম প্রসঙ্গে কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্নেল আসিফ আজমিন বলেন, সরকার ঘোষিত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিতে সঙ্গরোধ (হোম কোয়ারেন্টাইন) এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা সেনা টহল পরিচালনা করেছি। এ সিদ্ধান্ত মানতে জনগণকে উদ্বুদ্ধ করছি, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছি। পাশাপাশি হতদরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষকে মাস্ক বিতরণ করেছি, হাত ধোয়ার জন্য সাবান দিয়েছি। একইসাথে রাস্তায় জীবাণুনাশক তরল ছিটিয়েছি, যানবাহনে জীবাণুনাশক ছিটিয়েছি।

প্রতিবন্ধী একজনকে মাস্ক পরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্য
প্রতিবন্ধী একজনকে মাস্ক পরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্য

লে. কর্নেল আসিফ আমিন বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে হোম কোয়ারেন্টাইনে রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মানুষকে সতর্কভাবে চলতে উদ্বুদ্ধ করা।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কঠোরভাবে কাজ করব। আমরা, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একত্রিত হয়ে কাজ করছি।

এর আগে সেনাবাহিনীর সদস্যরা সকালে ছাগলনাইয়া উপজেলায় টহল দেন। এসময় নিম্ন আয়ের মানুষদের মাস্ক ও সাবান বিতরণ করেন। রাস্তায় তরল জীবাণুনাশক ওষুধ ছিটায়।