টাঙ্গাইলে কর্মকর্তাদের এক দিনের বেতন প্রদান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

টাঙ্গাইলে সরকারি কর্মকর্তা-কর্মচীরাদের একদিনের বেতন দুর্যোগকালীন তহবিলে জমা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। একদিনের বেতনের ৬০ লাখ টাকা করোনাভাইরাসে কর্মহীন মানুষের সহায়তার কাজে ব্যয় করা হবে। এই অর্থ জমাদানের জন্য ইতোমধ্যে জেলাসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের চিঠি দেয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) টাঙ্গাইল ক্লাবের জেলা প্রশাসকের তহবিলে একশ প্যাকেট খাদ্য সামগ্রী গ্রহণ শেষে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এসব কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারের সহয়তার পাশাপাশি জনবান্ধব প্রশাসন জেলার কর্মহীন মানুষের সহায়তার মধ্যে দিয়ে মরণব্যাধি করোনাভাইরাস মোকাবিলায় সরকার এবং প্রশাসন জেলাবাসীর পাশে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খান, এনডিসি রোকনুজ জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।