গৌরীপুরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

গৌরীপুরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

গৌরীপুরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুরের গুরুত্বপূর্ণ স্থানে ছিটানো হচ্ছে জীবাণুনাশক মিশ্রিত পানি।

রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় পৌর শহরের শহীদ হারুনপার্ক থেকে জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে পৌরসভার উদ্যোগে ৭ হাজার মাস্ক, ৩ হাজার গ্লাভস, লিফেলট বিতরণ, শহরে অস্থায়ী বেসিন নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ জীবাণুনাশক ছিটানো হয়েছে। শহরের রাস্তা-ঘাট, অলি-গলি যেখানেই জীবাণুর সম্ভবনা থাকবে সেখানেই স্প্রে করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান, পৌরসভার প্যানেল চেয়ারম্যান দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, জেলা যুবলীগের সদস্য তানজীর আহমেদ রাজীব প্রমুখ।