ফার্মেসিতে গেলেই দরিদ্ররা পাবে বিনামূল্যে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

১ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হবে/ছবি: বার্তা২৪.কম

১ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হবে/ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ও দাম বেড়েছে কয়েকগুণ। ফলে ময়মনসিংহের গৌরীপুরের দরিদ্র ও অসহায় শ্রমজীবী মানুষ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার কিনে ব্যবহার করার সাধ্য ছিল না। এজন্য প্রথম থেকেই স্বাস্থ্য ঝুঁকিতে আছেন তারা।

এখন থেকে শ্রমজীবী মানুষেরা গৌরীপুরের নির্দিষ্ট কিছু ফার্মেসিতে যোগাযোগ করলেই বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পাবেন। বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন ময়মনসিংহ জেলা পরিষদ ও গৌরীপুর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কমিটি।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) রাত ১০টায় পৌর শহরের সোমা ফার্মেসিতে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহের মধ্য দিয়ে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার। এরপর উপজেলা ও পৌর শহরের অন্যান্য প্রায় ৩০টি ফার্মেসিতে ভলান্টিয়ারের মাধ্যমে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।

বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের খবর ছড়িয়ে পড়লে রাতেই শহরের ফার্মেসিতে ভিড় করে দরিদ্র ও অসহায় শ্রমজীবী মানুষেরা। এতে অধিকাংশ ফার্মেসিতে মুহূর্তেই শেষ হয়ে যায় হ্যান্ড স্যানিটাইজার।

জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার করোনা সংক্রমণ প্রতিরোধে ফার্মেসিগুলোর মাধ্যমে প্রাথমিকভাবে ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও ১ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছেন। ফার্মেসিগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে, দরিদ্র ও শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হবে।

হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব নাজমুল হাসান ডালাছ, পৌর তাঁতীলীগের আহ্বায়ক যোবায়ের হোসেন সোহান প্রমুখ।