টাঙ্গাইলে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

করোনার ভয় উপেক্ষা করে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়, ছবি: বার্তা২৪.কম

করোনার ভয় উপেক্ষা করে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়, ছবি: বার্তা২৪.কম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১১ জন।

শনিবার (২৮ মার্চ) সকালে টাঙ্গাইল সদর উপজেলার কা‌ন্দিলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

টাঙ্গাইল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ওই ট্রাকটি সিমেন্ট ও বেশ কিছু মানুষ নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি কান্দিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা মানুষের ওপর সিমেন্টের বস্তাগু‌লো পড়ে যায়। প‌রে খবর পেয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম বার্তা২৪.কম-কে বলেন, ‘আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পাঁচ জনকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মানুষগু‌লো বাস না পেয়ে ট্রাকে ক‌রে বাড়ি যাচ্ছিল।’