বাড়ি বাড়ি লিফলেট ও সাবান বিতরণ রাবি শিক্ষার্থীদের

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

বাড়ি বাড়ি লিফলেট ও সাবান বিতরণ রাবি শিক্ষার্থীদের

বাড়ি বাড়ি লিফলেট ও সাবান বিতরণ রাবি শিক্ষার্থীদের

করোনাভাইরাস সংক্রমণ রোধে বাড়ি বাড়ি গিয়ে সচতেনতামুলক লিফলেট ও সাবান বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের নিয়ে গড়া ‘পীরগাছা উপজেলা সমিতি’।

শুক্রবার (২৭ মার্চ) ছিল তিনদিন ব্যাপী কর্মসূচির শেষ দিন। গত বুধবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করে সংগঠনটি।

বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোই আমাদের উদ্দেশ্য। এতে যদি কিছু সংখ্যক মানুষও সচেতন হয় তাহলে আমাদের উদ্যোগ সার্থক হবে।

পীরগাছা উপজেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, ‘করোনা সম্পর্কে গ্রামের মানুষ যতটা আতঙ্কিত তার চেয়ে বেশি অসচেতন ও উদাসীন। আর এ ধরনের ভাইরাস অসচেতনতা থেকেই বেশি ছড়ায়। এজন্য উপজেলার নয়টি ইউনিয়নে আমরা এই সচেতনতামূলক কর্মসূচি পালন করেছি।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পীরগাছা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘পীরগাছা উপজেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়’। সংগঠনটি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।