সাভারে করোনা সংক্রমণ রোধে তৎপর সেনাবাহিনী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারে করোনা সংক্রমণ রোধে তৎপর সেনাবাহিনী

সাভারে করোনা সংক্রমণ রোধে তৎপর সেনাবাহিনী

সাভারে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দুই দলে ভাগ হয়ে সড়ক-মহাসড়ক ও পাড়া মহল্লায় টহল শুরু করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিদেশ ফেরত সঙ্গরোধে থাকা ব্যক্তিদের নজরদারিতে রেখে তদারকি করছে সেনাবাহিনী। বাড়িতে সঙ্গরোধে থাকা ব্যক্তিরা নিয়ম ভেঙে বাহিরে ঘোরাঘুরিসহ পরিবারের লোকজনদের সাথে মেলামেশা করছে কিনা এসব বিষয় গুরুত্বের সাথে দেখছেন সেনা সদস্যরা। সেই সাথে সড়ক-মহাসড়কসহ পাড়া মহল্লায় সামাজিক দূরত্ব নিশ্চিতে দুটি দলে ভাগ হয়ে টহল শুরু করেছে সেনাবাহিনী।

তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সেনা সদস্যরা এভাবেই কাজ চালিয়ে যাবেন। এছাড়া, করোনার সংক্রমণ ঠেকাতে মাঠে পুলিশ প্রশাসনও কাজ করছে বলে জানান তিনি।