লালমনিরহাটে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীর কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

কারাদণ্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ী শেখ ফরিদ।

কারাদণ্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ী শেখ ফরিদ।

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শেখ ফরিদ (২৮) নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এ দণ্ড দেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন।

বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ী শেখ ফরিদ আদিতমারী উপজেলার কান্তেশ্বরপাড়া লালব্রীজ এলাকার আব্দুল কাদেরের ছেলে।

জানা গেছে, কান্তেশ্বরপাড়া গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন শেখ ফরিদ। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ সদস্যদের নিয়ে কান্তেশ্বরপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ মনসুর উদ্দিন। এ সময় একটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয় এবং শেখ ফরিদকে আটক করে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বালু ব্যবসায়ী শেখ ফরিদকে বিকেলে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।