পঞ্চগড়ে সেনাবাহিনীর টহল শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

পঞ্চগড়ে সেনাবাহিনীর টহল শুরু

পঞ্চগড়ে সেনাবাহিনীর টহল শুরু

দেশের বিভিন্ন জেলার ন্যায় উত্তরের জেলা পঞ্চগড়েও করোনাভাইরাসের সংক্রামণ রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের সমন্বয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণে কাজ করবেন তারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

জানা যায়, সেনাবাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং বিদেশ ফেরত যাত্রীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, বাজার মনিটরিং কাজে নিয়োজিত থাকবে।

এদিকে দুপুরের পর থেকে জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী মাঠে নেমে টহল ও সাধারণ মানুষকে বাজার থেকে বাড়ি ফেরাতে কাজ শুরু করে।

বিজ্ঞাপন