মধ্যরাতে ঈশ্বরগঞ্জে ব্রিজ ভেঙে আটকে গেলো ট্রাক

  • উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ঈশ্বরগঞ্জে ব্রীজ ভেঙে আটকে গেছে ট্রাক, ছবি: সংগৃহীত

ঈশ্বরগঞ্জে ব্রীজ ভেঙে আটকে গেছে ট্রাক, ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবোঝাই ট্রাকের ভারে ব্রিজের পাটাতন ভেঙে গেছে। ব্রীজের ভাঙা অংশে ট্রাকের চাকা আটকে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ-তারুন্দিয়া আঞ্চলিক সড়কের দত্তপাড়া এলাকায় এই দু্র্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, ঈশ্বরগঞ্জের দত্তপাড়া এলাকায় মডেল মসজিদ নির্মাণ কাজ চলছে। নির্মাণকাজের বালু নেত্রকোনার দূর্গাপুর থেকে ট্রাকে করে আনা হয়। নির্মাণ কাজের জন্য বুধবার দূর্গাপুর থেকে এক ট্রাক বালু আসছিলো। পথিমধ্যে রাত ১১টায় ট্রাকটি ঈশ্বরগঞ্জ-তারুন্দিয়া সড়কের ব্রীজে উঠতেই ব্রিজের একাংশের পাটাতন ভেঙে চাকা আটকে পড়ে। এ ঘটনার পর থেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ঈশ্বররগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদ আহমেদ বলেন ব্রীজ ভেঙে যাওয়ার খবর পেয়েছি। দু্র্ঘটনাস্থল পৌরসভার আওতাধীন হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্রিজ সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ মেরামত করবে। বিষয়টি তাদের জানানো হয়েছে, দ্রুত ট্রাক উদ্ধার ও ব্রীজ মেরামত কাজ শুরু হবে।