ডেপুটি স্পিকারের পাঠানো মাস্ক-সাবান গাইবান্ধায় বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ডেপুটি স্পিকারের পাঠানো মাস্ক-সাবান গাইবান্ধায় বিতরণ করা হচ্ছে, ছবি: সংগৃহীত

ডেপুটি স্পিকারের পাঠানো মাস্ক-সাবান গাইবান্ধায় বিতরণ করা হচ্ছে, ছবি: সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার পাঠানো মাস্ক-সাবান গাইবান্ধার সাঘাটা উপজেলার সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় এসব সামগ্রী ও লিফলেট বিতরণ করা হয়।

সাঘাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন, জুলফিকার আহম্মেদ লিখন, বিপ্লব সরকার উপস্থিত ছিলেন।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, করোনাভাইরাস থেকে সরকার দেশবাসীকে রক্ষার্থে নানামুখী পদক্ষেপ নিয়েছে। তারপরও সবাইকে এই দুর্যোগ থেকে রক্ষা পেতে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে আল্লাহ তায়ালার কাছে সবাইকে দোয়া চাইতে হবে। পাশাপাশি তিনি তার স্ত্রীর রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান।