মানিকগঞ্জের বাইলজুরি গ্রাম লকডাউন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরি গ্রাম লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরি গ্রাম লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

ঠান্ডা-কাশিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরি গ্রাম লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে গ্রামটিকে লকডাউন ঘোষণা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার। একই সঙ্গে মৃত ওই ব্যক্তির আশপাশের বাড়ির ২৬ ব্যক্তিকে সঙ্গরোধে থাকার নির্দেশ দেন ইউএনও।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইউএনও আইরিন আক্তার বার্তা২৪.কমকে জানান, ঠান্ডা-কাশিতে আক্রান্ত হয়ে বাড়িতেই বিশ্রামে ছিলেন ওই এলাকার আলমগীর নামে এক ব্যক্তি। পরে বুধবার (২৫ মার্চ) ভোরে বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এরপর পরিবারের লোকজন ভোরেই তার দাফন সম্পন্ন করে। খোঁজ খবর নিয়ে দুপুরে ওই গ্রামটি লকডাউন করা হয়।