সঙ্গরোধে থাকা প্রবাসীর জন্য ফল পাঠালেন ইউএনও!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

প্রবাসীর জন্য ফল পাঠালেন টেকনাফের ইউএনও, ছবি: বার্তা২৪.কম

প্রবাসীর জন্য ফল পাঠালেন টেকনাফের ইউএনও, ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে নিজের বাড়িতে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) থাকা দুবাই প্রবাসী মোহাম্মদ আলমের জন্য ফল পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে তিনি ফলের প্যাকেট পাঠান। প্যাকেটে আপেল, কমলা, জুস, মাল্টা, আঙ্গুর রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. সাইফুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, প্রবাস থেকে এসে যারা বাড়িতে সঙ্গরোধে রয়েছেন, তাদের অনুপ্রাণিত করতে আমি এ উদ্যোগ নিয়েছি। যাতে তারা অনুভব করেন যে আমরা তাদের পাশে আছি। সব জনপ্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রশাসন বাড়িতে সঙ্গরোধে থাকা ব্যক্তিদের এমন ফল পাঠাবে।

প্রসঙ্গত, দুবাই থেকে সম্প্রতি দেশে ফেরেন মোহাম্মদ আলম। এরপর প্রশাসনের নির্দেশে তিনি নিজ বাড়িতে সঙ্গরোধে আছেন।