সিরাজগঞ্জে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে/ছবি: বার্তা২৪.কম

৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে/ছবি: বার্তা২৪.কম

সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হওয়ায় ৬ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেলপথ চলাচলের উপযোগী করে।

বিজ্ঞাপন

এর আগে সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের সয়দাবাদ এলাকায় মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন মজুমদার বলেন, মালবাহী একটি ট্রেনে সায়দাবাদ এলাকায় এসে পৌঁছালে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম জানান, ভারতের পণ্যবাহী ট্রেন ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যাওয়ার পথে ট্রেনটি সয়দাবাদ পৌঁছালে এর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই স্টেশনের লুপ লাইনসহ তিনটি লেন লক হয়ে যায়। দুপুর বারোটার দিকে ঈশ্বরদী থেকে রিলিপ ট্রেন এসে রেলপথ থেকে লাইনচ্যুত বগি দুটো সরিয়ে চলাচলের উপযোগী করে।

আরও পড়ুন-২ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ