নরসিংদীতে বাজার স্থির রাখতে ভ্রাম্যমাণ আদালত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস আতঙ্কের বাজারে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে নরসিংদী জেলা প্রশাসন।
সোমবার (২৩ মার্চ) জেলার বিভিন্ন হাট বাজারে ৪৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া একটি কোচিং সেন্টারে একজনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

অপরদিকে বিদেশ থেকে দেশে আসার পর হোম কোরায়েন্টাইনে না থাকায় ইতালি ফেরত একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অপর একজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা বলেন, করোনা আতঙ্কে বাজারে যাতে দ্রব্যমূল্যের দাম যাতে বৃদ্ধি করতে না পারে তার জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত ভাবে কাজ করে যাবে।