আতঙ্ক নয়, করোনা প্রতিরোধে চাই জনসচেতনতা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

জেলা পরিষদ চেয়ারম্যানের লিফলেট বিতরণ, ছবি: বার্তা২৪.কম

জেলা পরিষদ চেয়ারম্যানের লিফলেট বিতরণ, ছবি: বার্তা২৪.কম

আতঙ্কিত না হয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

তিনি বলেন, 'সামাজিক সচেতনতাই করোনা প্রতিরোধের একমাত্র উপায়। প্রবাসীদের দেশে ফিরে বাধ্যতামূলক সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) থাকতে হবে। জ্বর, সর্দি, কাশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জনসমাগমে যাওয়া যাবে না।'

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) সকালে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে নীলফামারী জেলা পরিষদ। এ কার্যক্রমের আওতায় জেলার ৬০টি ইউনিয়নে ৬৫ হাজার লিফলেট বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব, পুলিশ সুপার মোখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু বঙ্কু বিহারী রায়, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, মোশারফ হোসেন, আব্দুল হান্নান, সাইদুর রহমান অ্যাপোলো, ইসরাত জাহান পল্লবী, শিউলি আক্তার, নীলফামারী বড় মসজিদ মসজিদের ইমাম আশরাফুল ইসলাম, সাংবাদিক আতিউর রহমান বাড্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।