মুন্সিগঞ্জের চর মুক্তারপুরে গাঁজার বাগানের সন্ধান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪. কম, মন্সিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মুন্সীগঞ্জের চর মুক্তারপুরে গাঁজার বাগানের সন্ধান, আটক ৩

মুন্সীগঞ্জের চর মুক্তারপুরে গাঁজার বাগানের সন্ধান, আটক ৩

পপির পর মুন্সিগঞ্জের চর মুক্তারপুরে গাঁজার বাগানের সন্ধান মিলেছে। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ সদর থানার চর মুক্তারপুরে মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের ভাই জুম্মন হাওলাদারের গরুর ফার্মের পাশে গাঁজা বাগানে আকস্মিক অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৯মার্চ) রাত ৮টার দিকে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে  তার সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেয়।

বিজ্ঞাপন

এ সময় রহিম বাদশা (৬০) লিটন দেওয়ান (২৮) এবং লিটন (৩৫) নামে তিনজনকে আটক করে।

ডিবি সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের সদর থানার চরমুক্তারপুরে গাঁজার চাষ করা হয়েছে এমন সংবাদ আসে ডিবি পুলিশের কাছে। ডিবি পুলিশ এ গোপন সংবাদকে কেন্দ্র করে ঘটনাস্থলে অভিযান চালানোর প্রস্তুতি নেয়। এ অভিযানে সদর থানার ডিবি ইনচার্জ মোঃ মোজাম্মেল হক ৭ জন অফিসারকে টিমের অন্তর্ভুক্ত করেন। অভিযান চালিয়ে গাঁজার বাগান জব্দ করে এবং গাজার গাছ বস্তায় ভরে নিয়ে আসেন।

ডিবি ওসি মোজাম্মেল হক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছি। তিনজনকে আটক করা হয়েছে। গাঁজা গাছ জব্দ করে নিয়ে এসেছি। এ ব্যাপারে মামলা হয়েছে।