পঞ্চগড়ে বিক্রি হচ্ছে না ধানের চারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

পঞ্চগড়ে বিক্রি হচ্ছে না ধানের চারা

পঞ্চগড়ে বিক্রি হচ্ছে না ধানের চারা

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বোরো ধানের চাষ হ্রাস পাচ্ছে। আর এতে করে বোরো ধানের চারা বিক্রি করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। কারণ বাজারে তোলা চারার দাম কেউ ভুল করেও জিজ্ঞাসা করছে না। ফলে চারা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন ক্রেতার অপেক্ষায়।

শুক্রবার (২০ মার্চ) সকালে দেখা যায় পঞ্চগড়ের বিভিন্ন বাজারে বোরো ধানের চারা নিয়ে বেকার সময় পার করছেন চারা ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

জানা যায়, ধানের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা ধান চাষ থেকে মুখ ফিরিয়ে লাভজনক কৃষিতে মনোযোগী হচ্ছেন। ফলে দিন দিন পঞ্চগড়ে বোরো ধানের চাষ হ্রাস পাচ্ছে। এদিকে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার কিছু কৃষক বোরো ধানের চারা উৎপাদন বা সরাসরি কৃষকদের কাছে ক্রয় করে বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করলেও তাদের কপালে পড়ছে লোকসানের ভাঁজ। কৃষকরা বোরো ধানের আবাদ না করায় চারা সংগ্রহ করছে না।

বোরো ধানের চারা

এবিষয়ে বোদা সাতখামার এলাকার আফসার আলী বার্তা২৪.কম-কে জানান, আমি প্রতি বছর ভজনপুর বাজারে বোরো ধানের চারা বিক্রি করি কিন্তু চলতি মৌসুমে চারা নিয়ে আসলে ক্রেতা পাওয়া যাচ্ছে না।

একই কথা জানান আমিরুল ইসলাম নামে এক পাইকারি ব্যবসায়ী।

এবিষয়ে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হানিফ জানান, চলতি মৌসুমে পঞ্চগড়ে বোরো ধানের আবাদ কিছুটা হ্রাস পেলেও ধান, গম, মরিচ ও ভুট্টার চাষ বৃদ্ধি পাচ্ছে । কৃষকরা স্বল্প সময় ও খরচের কারণে লাভজনক কৃষিতে ঝুঁকছে।