হোম কোয়ারেন্টাইন না মানায় ৩ প্রবাসীর জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

হোম কোয়ারেন্টাইন না মানায় মৌলভীবাজারে বিদেশ ফেরত তিন প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ মার্চ) মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, হোম কোয়ারেন্টাইন ভেঙে লোকালয়ে আসার অপরাধে তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা যাতে হয়রানির শিকার না হন তাই তাদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, মৌলভীবাজারে জেলায় এ পর্যন্ত ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের বেশির ভাগই বিদেশ ফেরত।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবাই ভালোই আছেন। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলতে আহ্বান জানান তিনি।