নীলফামারীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নারী শ্রমিক ধর্ষণ মামলায় আনিসুর রহমান নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মো. আহসান তারেক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০১ সালের ৩০ জুলাই নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষেতে নিড়ানির কথা বলে ওই দিন আনিসুর রহমান ওই নারী শ্রমিককে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনার দিনই ধর্ষিততার বাবা জলঢাকা থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দিলেন।