রাঙামাটিতে আগুনে বনবিভাগের ৪ অফিস পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

আগুনে পুড়ছে বনবিভাগের অফিস, ছবি: বার্তা২৪.কম

আগুনে পুড়ছে বনবিভাগের অফিস, ছবি: বার্তা২৪.কম

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে বনবিভাগের ৪টি অফিস পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মী, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। রাঙামাটি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

বিজ্ঞাপন

আগুনে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ, উত্তর বন বিভাগ, রাঙামাটি অশ্রেণিভূক্ত বনাঞ্চল বনীকরণ বন বিভাগ (ইউএসএফ) ও জুমনিয়ন্ত্রণ এই ৪টি অফিস পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে বনবিভাগের লোকজন। তবে যাচাই-বাছাই না করে কিছু বলতে চায়নি রাঙামাটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ জানান, হঠাৎ জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় অনেকগুলো প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিকে এ ঘটনার পরপরই রাঙামাটির জেলা প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ, বনবিভাগ, গোয়েন্দা সংস্থাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।