১০ টাকায় ৩ কেজি বেগুন

  • মো. জুয়েল রানা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর হাটে বিভিন্ন এলাকার চাষি তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে নিয়ে আসেন। কিন্তু এবার এই হাটে সবজির বাজারে বেগুনের ক্রেতা নেই বললেই চলে। বর্তমানে এখানে ৩ কেজি বেগুন ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে হতাশায় ভুগছে কুড়িগ্রাম সদর উপজেলার বেগুন চাষিরা।

শনিবার (১৪ মার্চ) বিকেলে সরেজমিনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিস জানায়, এবার কুড়িগ্রাম সদর উপজেলায় ১২৫ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে।

বেগুন বিক্রেতা আ. মতিন ও মো. আফজাল হোসেন বার্তা২৪.কমকে জানান, এবার বেগুনের উৎপাদন বেশি হয়েছে। এ কারণে ক্রেতা কম। ৩ কেজি বেগুন ১০ টাকা দরে বিক্রি করছেন।

আউদমাল হোসেন নামে এক চাষি জানান, এবার বিঘা প্রতি বেগুন চাষে ৩০ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে তার। এ কারণে আগামী বছর কম করে বেগুন চাষ করবেন তিনি।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন বার্তা২৪.কমকে জানান, চাষিদের ভ্যান ভাড়া বেশি লাগে তাই তারা তাদের সবজি শহরে নিয়ে আসতে চান না। গ্রামে বেগুনের ক্রেতা কম, তাই দামও কম। কিন্তু শহরে বেগুনের দাম বেশি।