থেগামুখ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

থেগামুখ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী/ছবি : সংগৃহীত

থেগামুখ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী/ছবি : সংগৃহীত

রাঙামাটি সীমান্ত সড়ক প্রকল্প, থেগামুখ স্থলবন্দর ও বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু (থেগামুখ) বাস্তবায়নের কাজ সরজমিনে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২বিজিবি) এর দায়িত্বপূর্ণ থেগামুখ বিওপিতে আসেন মন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার), বিজিবি’র ডিজি মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার) এনডিসি-পিএসসি, আনসার ব্যাটালিয়নের ডিজি মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি-জি, র‌্যাবের ডিজি মো. বেনজির আহমেদ-বিপিএমসহ (বার) অন্তত ১৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ ২৬ ইসিবি’র কর্তব্যরত মেজর সাখাওয়াত, ২৬ ইসিবি প্রস্তাবিত সীমান্ত সড়ক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফিং প্রদান করেন।

বেলা ১১ ঘটিকায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সাজেক আসেন মন্ত্রী। পরে সাজেক হতে সড়ক পথে শিজক ছড়া নামক স্থান এবং দাড়িয়া পাড়া নামক স্থানে সেনাবাহিনী কর্তৃক নব-নির্মিত সড়ক পরির্দশন শেষে দুপুর দুইটায় হেলিযোগে বরকলের উদ্দেশে রওনা করেন।