কালীগঞ্জে ১২ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

কালীগঞ্জের শালিখা গ্রামের একটি মাঠে আগুন লাগার ঘটনাটি ঘটে/ ছবি: বার্তা২৪.কম

কালীগঞ্জের শালিখা গ্রামের একটি মাঠে আগুন লাগার ঘটনাটি ঘটে/ ছবি: বার্তা২৪.কম

ঝিনাইদহের কালীগঞ্জে ১০ কৃষকের ১২ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার শালিখা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, এলাকার আতিয়ার রহমান নামের এক কৃষক তার আখের জমির শুকনা আখের পাতা পরিষ্কার করার জন্য জমিতে আগুন লাগায়। এ সময় অসাবধানতাবশত পাশের পানের বরজে আগুন লেগে যায়। মুহূর্তে তা আশপাশের বরজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে শালিখা গ্রামের খোকন আলী, ইমরান হোসেন, নয়ন হোসেন, শিব দত্ত, আজু হোসেন, ইমান আলী, রতন হোসেন ও বাকের আলীসহ দশ কৃষকের প্রায় ১০ বিঘা জমি আগুন লেগে পুড়ে যায়। এতে কৃষকের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেছি। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কৃষকের প্রায় ১২ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। জমির পাশের আখ ক্ষেতের শুকনো পাতা পোড়ানো থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।