চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত মিল্টন সরকার অপু, ছবি: সংগৃহীত

নিহত মিল্টন সরকার অপু, ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দামুড়হুদা থানার উপ-পরিদর্শক মিল্টন সরকার অপু নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এস আই) নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) রাত ১০টায় উপজেলার ওদুদ শাহ্ কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিল্টন সরকার ঝালকাঠি জেলার রানাপাশা গ্রামের সুবাশ চন্দ্রের ছেলে।

পুলিশ জানায় রোববার রাতে ডিউটি অবস্থায় নিজ মোটর সাইকেলে করে টহলে বের হন মিল্টন। এসময় দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখী একটি ট্রাক উপজেলার ওদুদ শাহ্ কলেজের নিকট পৌঁছালে ঘাতক ট্রাকটি মিল্টনের মোটর সাইকেলটি ধাক্কায় দেয়। এতে মিল্টল রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায় বলে জানা গেছে। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মিল্টন সরকার ২০১৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।