অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, দিনাজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ঘাতক অ্যাম্বুলেন্সটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা, ছবি: বার্তা২৪.কম

ঘাতক অ্যাম্বুলেন্সটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা, ছবি: বার্তা২৪.কম

দিনাজপুরের বিরল উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে আগুন দিয়ে অ্যাম্বুলেন্সটি পুড়ে ফেলে।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের বাজারদিঘী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিরল উপজেলার চককাঞ্চন (নতুন পাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. লাবু (২৩) ও একই উপজেলার তেঘরা (মহেশপুর) গ্রামের মতিউর রহমানের ছেলে রাব্বী (২২)।

বিজ্ঞাপন

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব জানান, বিকেলে ওই অ্যাম্বুলেন্সটি বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরের ‍দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাজারদিঘী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যায়। এরপর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ঘাতক অ্যাম্বুলেন্সটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ২ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয় পুলিশ। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।