বরিশালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরিশালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অভি সর্দার (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রত্যয় (২৪) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের স্বরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত অভি গৌরনদী উপজেলার কসবা গ্রামের আবু বক্করের ছেলে। আর আহত প্রত্যয় একই উপজেলার ঐচারমাঠ গ্রামের রমনী কান্তের ছেলে।

জানা গেছে, স্বরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে দুই জনকেই আহত অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. ফয়সাল ফাহাদ অভি সর্দারকে মৃত ঘোষণা করে।

মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।