বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির মানববন্ধন কর্মসূচি/ ছবি: বার্তা২৪.কম

বিএনপির মানববন্ধন কর্মসূচি/ ছবি: বার্তা২৪.কম

বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা বিএনপি।

সোমবার (২ মার্চ) দুপুরে শহরের পুরতান বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল পরিচালনায় মানববন্ধনে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সুহেল, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক কামরুজামান কামরুল, সহ সাংগঠনিক সম্পাদক নুর হোসেন প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জনবিচ্ছিন্ন এই সরকার জনগণের স্বার্থে কোন কাজ করে না। তারা কাজ করে লুটেরাদের স্বার্থে। মানুষের বাক স্বাধীনতাকে কণ্ঠরোধ করে একের পর এক বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছে। কিছুদিন আগে গ্যাসের দাম বৃদ্ধি করে এবার বিদ্যুৎ, পানির দামও বাড়িয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় মিটাতে নিম্ন ও মধ্যবিত্তের নাভিশ্বাস উঠবে।