পোরশায় বিজিবির কাছে ২৯৩ জনের আত্মসমর্পণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

বিজিবির কাছে আত্মসমর্পণ করছেন বিভিন্ন অপরাধে জড়িতরা। ছবি: বার্তা২৪.কম

বিজিবির কাছে আত্মসমর্পণ করছেন বিভিন্ন অপরাধে জড়িতরা। ছবি: বার্তা২৪.কম

নওগাঁর পোরশা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে মাদক ও গরু চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৯৩ জন আত্মসমর্পণ করেছেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার নিতপুর সীমান্ত চৌকি সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন তারা।

বিজ্ঞাপন

১৬-বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের আয়োজনে অধিনায়ক এ কে এম আরিফুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মো. মাসুদ।

অনুষ্ঠানে পোরশা ও সাপাহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ২৯৩ জন আত্মসমর্পণ করেন।

প্রধান অতিথি কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, ‘নিজেদের ভবিষ্যতের কথা ভেবে আজকে যারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসলেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা শপথ ধরে রেখে দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানাবেন, এই প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘সরকার সীমান্ত অপরাধ বন্ধে অত্যন্ত কঠোর নীতি অবলম্বন করেছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করতে দেবে না বিজিবি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত হন।