ভারতে পাচার কিশোর-কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ফেরত আসা দুইজন/ছবি: বার্তা২৪.কম

ফেরত আসা দুইজন/ছবি: বার্তা২৪.কম

ভারতে পাচার হওয়া সায়েম খান (১৬) ও শাজানাজ আক্তার (১৪) নামের দুইজনকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সকল কার্যক্রম শেষে তাদেরকে বেনাপোলে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

ফেরত আসা সায়েম খান বাগের হাটের আব্দুস ছালামের ছেলে। আর শাজানাজ আক্তার পিরোজপুরের শাহাজানের মেয়ে।

বিজিবি জানায়, ভাল কাজের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা এদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে কলকাতা নুরালী মেমোরিয়াল সোসাইটি নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগে স্বদেশ প্রত্যাবাসন আইনে এরা স্বদেশে ফিরে আসে।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ফেরত আসা কিশোর, কিশোরী তাদের হেফাজতে রয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে এনজিও সংস্থ্যার মাধ্যমে নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।