বরগুনায় ইটভাটায় অভিযান, ৪০ লাখ টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযানে ২ জনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: সংগৃহীত

অভিযানে ২ জনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: সংগৃহীত

বরগুনায় সদর উপজেলায় দুই অবৈধ ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হওয়ায় ২ ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বরগুনা সদর উপজেলার কুমড়াখালী এলাকায় এসবিআর ও সনি ব্রিকস নামের দুইটি ইটভাটায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বরগুনা জেলা প্রশাসক কার্যালয় কর্তৃক ইট তৈরির অনুমতি না থাকায় এই ভাটা দুইটিকে ৪০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এসবিআর ব্রিকসের মালিক মিরাজ মাতুব্বর ও সনি ব্রিকসের মালিক মহরাজ মল্লিকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন পটুয়াখালী র‍্যাব-৮ এর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিম বার্তা২৪.কমকে বলেন, বরিশাল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসক কার্যালয় কর্তৃক ইট তৈরির অনুমতি না থাকায় ইট পোড়ানো আইনের ২০১৩ ধারা অনুসারে দুই ইটভাটার মালিককে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।