মালিক খুঁজে না পাওয়ায় এক ট্রাক পেঁয়াজ নিলামে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

পেঁয়াজভর্তি ট্রাক

পেঁয়াজভর্তি ট্রাক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পেঁয়াজভর্তি ট্রাকের মালিককে খুঁজে না পাওয়ায় ৯ মেট্রিক টন পেঁয়াজ নিলামে বিক্রি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল থানা চত্বরে শমশেরনগরস্থ চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা সজল কান্তি দাসের উপস্থিতিতে নিলাম ডাকে ৩ লাখ ৮৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বিজ্ঞাপন

এসময় থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, এসআই আল আমিনসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সেন্ট্রাল রোড থেকে একটি ট্রাকে পরিত্যক্ত ৯ মেট্রিক টন পেঁয়াজ উদ্ধার করে পুলিশ। পেঁয়াজের কোনো বৈধ কাগজপত্র ও মালিক দাবিদার না থাকায় পুলিশ পরিত্যক্ত হিসেবে পেঁয়াজভর্তি ট্রাকটি থানায় নিয়ে আসে।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ী কামাল হোসেন ৩ লাখ ৮৭ হাজার টাকায় পেঁয়াজ ক্রয় করেন। এবং এ টাকা সরকারি কোষাগারে জমা হয়।

পুলিশ ধারণা করছে, স্থানীয় কোনো ব্যবসায়ী অতি মুনাফার লোভে ৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে চোরাইপথে শ্রীমঙ্গলে নিয়ে আসতে পারে।