নওগাঁয় জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

হালিমা খাতুনের মরদেহ/ছবি: বার্তা২৪.কম

হালিমা খাতুনের মরদেহ/ছবি: বার্তা২৪.কম

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে হালিমা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের শীলগ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হালিমা খাতুন মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী।

আটককৃতরা হলেন- শীলগ্রামের আবু সাইদ মন্ডলের ছেলে হায়দার আলী (২৫), এমদাদুল হক (৪০), স্ত্রী সায়েরা বিবি এবং হায়দারের স্ত্রী শাকিলা বেগম।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান বার্তা২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের ছেলে হাসানের অভিযোগ প্রতিপক্ষের লোকজন তার মাকে পিটিয়ে মেরে ফেলেছে। তবে নিহতের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে হাসান আলী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।