কিশোরগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি রাজধানীতে গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া খুনের আসামি, ছবি: সংগৃহীত

আটক হওয়া খুনের আসামি, ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের চাঞ্চল্যকর দুলাল হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি দিদারকে (২৫) রাজধানীর কাফরুল থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৪ এর সদস্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন এএসপি সাজেদুল ইসলাম।

বিজ্ঞাপন

সাজেদুল ইসলাম জানান, ২০১৭ সালে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা এলাকায় চাঞ্চল্যকর দুলাল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে।

মামলার প্রধান এজাহারভুক্ত আসামি দিদার (২৫) গ্রেফতার এড়াতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন।

সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই মামলার এজাহারভুক্ত আসামিরা ঢাকা ও এর আশপাশের এলাকায় আত্মগোপনে আছেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানাধীন কচুক্ষেত বৌ বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি দিদারকে (২৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।