সাভারে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সাভারে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আখি আক্তার (৮) নামে এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সাভার-রাজাসন-বিরুলিয়া আঞ্চলিক সড়কের পৌরসভার রাজাশন পলুমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আঁখি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাঠালি গ্রামের আমজাদ মন্ডলের মেয়ে। সে তার বাবা মার সঙ্গে সাভারের রাজাশন এলাকায় থেকে ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।

আটক রিকশা চালক, পাবনা জেলার সুজানগর থানার মানিকহাট গ্রামের সামাদ বিশ্বাসের ছেলে ফিরোজ বিশ্বাস (৩৫)। সে বিরুলিয়া ইউনিয়ন এলাকার রমজান মিয়ার বাড়িতে ভাড়া থেকে ভাড়ায় রিকশা চালাতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিহত আঁখি স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এই সময় রাজাসন- বিরুলিয়াগামী একটি দ্রুত গতির ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের স্থানীয় একটি মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রনি বলেন, এ ঘটনায় রিকশা চালকসহ অটোরিকশা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।