‘দেশের প্রতিটি গ্রামের একটি দরিদ্র পরিবারকে বাড়ি দেওয়া হবে’

  • জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে কাজ করছে । আগামীতে এদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। গৃহহীনদের জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। মুজিব বর্ষ উপলক্ষে দেশের প্রতিটি গ্রামের একটি দরিদ্র পরিবারকে অর্থাৎ মোট ৬৮ হাজার ৩৮টি দরিদ্র পরিবারকে দুর্যোগ সহনীয় পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। পর্যায়ক্রমে সরকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৬০ লাখ এ ধরনের বাড়ি তৈরি করবে।

শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর, বিরল, বোচাগঞ্জ ও কাহারোলে কম্বল এবং শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
কম্বল বিতরণ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান

প্রতিমন্ত্রী বলেন, শীতের মত দুর্যোগেও সরকার জনগণের পাশে আছে শীতের কারণে দরিদ্র মানুষ যেন কষ্ট না পায় সেজন্য সরকার সারা দেশে কম্বল বিতরণ করছে।

তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত কম্বল মজুত আছে, চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে।

এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিঃ সচিব মোঃ আকরাম হোসেন উপস্থিত ছিলেন।